জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ী সদর থানা পুলিশের চিরনী অভিযানে এস,আই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ৬ জন অফিসার ফোর্স সহ রাজবাড়ীর সদর থানায় চিরনী অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, হত্যা, অস্ত্রধারী, সন্ত্রাসী ১২ মামলার আসামী পিয়ারুল সরদারকে (২৬)কে গ্রেপ্তার করেছে সদর থানার এই বিশেষ টিমটি।
আসামী পিয়ারুল সদর থানার বড় মুরালীপুরের মো. হারুন সরদারের ছেলে।
১৫ মে বিকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি পিয়ারুলের শশুরবাড়িতে অভিযান পরিচালনা করে শ্বশুরের নিজ সবতবাড়ির ঘরের মধ্যে থেকে ১’শ দশ পুড়িয়া হেরোইন (যাহার ওজন দশ গ্রামের অধিক) সহ পিয়ারুলকে গ্রেপ্তার করেছে।
এ সংক্রান্ত বিষয়ে রাজবাড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে।
১৬ মে দুপুরের দিকে পিয়ারুলের দেয়া তথ্যে মতে সদর থানাধীন রামকান্তপুর মাটিপাড়া এলাকার নতুন ব্রীজের উত্তরে রাস্তার পশ্চিম পাশে থাকা মো. হামেদ আলীর ছেলে মো. আব্দুল হাকিম শেখ এর বাঁশ বাগানের মধ্য থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া একটি লোহার তৈরী বাকানো বাট যুক্ত অনুমান সাড়ে এগার ইঞ্চি লম্বা দেশীয় তৈরী ওয়ান শুট্যার গান এবং ১ একটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।