গোয়ালন্দে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মে) ভোর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পূর্ব অংশের বিলডাঙ্গা গ্রামে।
নিহতের নাম ইয়াছমিন আক্তার (১৯)। তিনি উপজেলার বিলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান হৃদয়ের স্ত্রী।
নিহতের স্বামী হৃদয় বলেন, সে নোয়াখালী লক্ষীপুরের ইসমাইল শেখের মেয়ে। ১ বছর আগে ভালবেসে আমরা বিয়ে করি। আমি ঢাকায় টেইলার্সের কাজ করি। ঈদের আগের দিন আমি বাড়ি আসি। বাড়ি আসার পর থেকেই আমার স্ত্রী তার বাবার বাড়ি নোয়াখালীতে যাওয়ার জন্য বলতে থাকে। লকডাউনের কারণে যাতায়াতে সমস্যা থাকায় তাকে নিষেধ করি। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে আমি দু’চারটি চর-থাপ্পড় দিয়ে রাত সাড়ে ১২ টার দিকে ঘুমিয়ে যাই। ভোর রাতে ঘুম ভেঙ্গে গেলে দেখি সে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুঁলে আছে। তা দেখে আমি চিৎকার দিলে আমার বাবা মা আসে। পরে আমরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামাই। রাতের যে কোন সময় সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।