ঈদুল ফিতরের দিনে যে সব কাজ করা সুন্নাত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

0Shares

মহান আল্লাহ তা’আলা মুসলমানদের জন্য বছরে দু’টি পবিত্র উৎসবের দিন উপহার প্রদান করেছেন। একটি হলো এক মাস সিয়াম সাধনার পর সাওয়াল মাসের প্রথম দিবসে ‘ঈদুল ফিতর’ আর অপরটি হলো ঈদুল আযহা বা কোরবানীর ঈদ।

পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা ‘ঈদুল ফিতরের উৎসব পালন করে থাকি। কারন পবিত্র মাহে রমযানে আল্লাহ্ নিধারিত ইবাদাত যে বান্দারা যথারীতি পালন করেছেন তাদের জন্য সত্যিকার খুসি প্রকাশের জন্য এ ঈদুল ফিতরের উৎসব পালন করা যায়।

ঈদুল ফিতরের দিনে যে সব কাজ করা সুন্নাত। সেগুলো হলঃ

১। প্রত্যুষে গাত্রোত্থান করা বাসকাল ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠা।

২। মিসওয়াক করা। ফজরের ফরজ নামায আদায় করা। নিজ মহল্লার মসজিদে পুরুষদের ফজরের নামায আদায় করা উচিৎ অথবা বাড়ীতে।

৩। ঈদের নামাযের পূর্বে গোসল করা।

৪। সুগন্ধি ব্যবহার করা।

৫। চোখে সুরমা লাগানো।

৬। পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। শরীয়তের ভিতর থেকে সুসজ্জিত হওয়া এবং আনন্দ প্রকাশ করা।

৭। ফজর নামাযের পরে যথাশীঘ্র ঈদগাহে গমন করা খুব বেশী দেরী না করা।

৮। সামর্থ্য অনুযায়ী উত্তম খাদ্য-খাবারের ব্যবস্থা করা।

৯। প্রতিবেশী, এতিম-মিসকীন ও গরীব-দুঃখীকে পানাহার করানো ব্যাবস্থা করা।

১০। ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন গ্রহণ করা। বেজড়ো সংখ্যার খুরমা/খেজুর খাওয়া।

১১। ঈদের মাঠে যাবার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা।

১২। ঈদগাহে যে পথে যাবেন, নামায শেষে অন্য পথে আসা।

১৩। যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১৪। ঈদের নামায মসজিদে আদায় না করে ঈদগাহে বা মাঠে আদায় করা।

১৫। ঈদগাহে যাওয়া এবং আসার সময় নিম্নক্তো তাকবীর আস্তে আস্তে বলা-

اَللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ لآَ اِلهَ اِلاَّ اللّهُ وَاللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ وَالِلَّهِ الْحَمْدُ

বাংলা উচ্চারণ -আল্লাহু আকবার,আল্লাহু আকবার,লা-ইলাহা ইল্লালাহু আল্লাহু আকবার,আল্লাহু আকবার,ওয়ালিল্লাহিল হামদ্‌।

সবাইকে এই মহামারী করোনা-ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাষ্ট্রীয় আইন মেনে চলুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিরাপদে রাখুন।

মহান আল্লাহ্‌ পাক আমাদের সবাইকে এই মহামারী করোনা-ভাইরাস থেকে হেফাজাত করুন। ঈদুল-ফিতরের শুভেচ্ছা, ঈদ-মুবারক।
اللَّهُمَّ صَلِّ عَلَی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়ালা আলে-মুহাম্মাদ।
লেখক ও গবেষকঃ মুফতি মওলানা মুহাম্মাদ রুকুন উদ্দীন কাদরী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg