বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোয়ালন্দ উপজেলা শাখা উদ্যোগে আজ ১২ মে গোয়ালন্দে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কোভিড-১৯ পরিস্থিতিতে সারাদেশে দিনমজুর খেটে খাওয়া মানুষের অবস্থা শোচনীয়। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শাহরিয়ার আদনান নুর ইসলাম,নাইমুর রহমান, আব্দুল আজিজ এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের কর্মী, সমর্থকেরা আজ ১২ ই মে,বুধবার উপজেলার বিভিন্ন অংশে ইফতার বিতরন করেন।
এসময় তারা জানান অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তাদের এই উদ্যোগ। দেশের বর্তমান পরিস্থিতে অসহায় মানুষের সাথে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চান তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিমের পরামর্শক্রমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।