বুধবার ২৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাজবাড়ীর গোদার বাজার হতে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত ট্রলারে করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ও উদ্যমের স্বেচ্ছাসেবকবৃন্দ।
ঢাকায় অধ্যায়নরত রাজবাড়ী জেলার ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন। করোনাকালীন সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় সবাই রাজবাড়ীতে অবস্থান করছে। হঠাৎ বন্যার করাল গ্রাসে যখন নদী তীরবর্তী লোকজনের ঘরবাড়ি পানিতে ভাসমান, বন্যা কবলিত লোকজন ঘরবাড়ি রেখে গরু-ছাগল নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নেয়। কেউ কেউ ঘরের মধ্যে পানি তবুও সেখানেই অতি কষ্টে দিন যাপন করে।
তখন এসকল বন্যা প্লাবিত অসহায় মানুষদের দুঃখ কষ্ট দেখে উক্ত সংগঠনটি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে। তাদের নিজেদের অর্থায়নে এবং অন্যান্য ফাউন্ডেশনের সহযোগিতায় তারা টাকা সংগ্রহ করে তারা একটি তহবিল গঠন করে প্রায় তিনশত পরিবারকে সাহায্যে প্রদান করে।
তারা এসব পরিবারকে চিড়া,মুড়ি,পাউরুটি, কেক, চিনি, চিপস, ফিটকারী, খাবার স্যালাইন, বিভিন্ন প্রকার ওষুধ (মেট্রিল, এমোডিস, নাপা) সাহায্যে প্রদান করে ।তারা বানভাসি এলাকায় নৌকা নিয়ে ঘুরে ঘুরে রাজবাড়ীর বন্যাকবলিত কয়েকটি পয়েন্টে (গুদার বাজার, অন্তরমোড়,পিয়ার আলীর মোড়, তেনাপচা, মুন্সিবাজার, কাউলজানি, ক্যানাল ঘাট) এই
অঞ্চলসমূহে ত্রাণ বিতরণ করে।
অন্তরমোড় এলাকার রেজি বেগম( ৫৫) বলেন, “বাবারে আমাগের এহানে সরকারি কোনো সাহায্য দেয় নাই, তুমরাই পেরতম আমাগের সাহায্য দিলা, তোমরা যা দিচাও এইডাই আমাগের কাছে এহন অনেক কিছু”।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রবিউল হাসান রবি, উপ সমাজসেবা সম্পাদক রকিবুল হাসান, উদ্যম এর সহসভাপতি মেহেদী হাসান,বাপ্পী, সাধারণ সম্পাদক জাদিদ ইসলাম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান বেগ প্রমুখ ছাত্রবৃন্দ। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এসকল তরুণ সৈনিকেরা বানভাসি অসহায় লোকজনের পাশে এসে দাঁড়িয়েছে।
ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর সংগঠনের সভাপতি রবিউল হাসান রবি বলেন,” আমরা সকলেই ছাত্র, আমাদের দেখাদেখি এলাকার বিত্তবান লোকজন যাহাতে সকলে অসহায় এসকল বন্যার্তদের সাহায্যদান করে এটাই আমাদের প্রত্যাশা।”