৯ মে ইউরোপিয়ান ডে(European Day) মানে আজকে এই দিনে ১৯৫০ সালে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন তৈরির ফাউন্ডেশন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে তখন সারা ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। তখন ১৯৫০ সালে প্রথম ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী Robert Schumann জার্মানি এবং ফ্রান্সের মধ্যে স্টিল ও কয়লা চলাচলের সাথে যারা জড়িত তাদের ভিসা ফ্রি এবং কাস্টমসের ঝামেলা ছাড়া দুই দেশের মধ্যে ব্যবসার প্রস্তাব করে। কারণ তখন ফ্রান্সের নিজেদের ডেভেলপমেন্টের জন্য জার্মানির স্টিলের দরকার ছিল আর জার্মানি তাদের জ্বালানির চাহিদা মেটাবার জন্য ফ্রান্সের কয়লার উপরে নির্ভর করতো। আর এভাবেই প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের জন্ম। একে বলা হয় Schuman declaration। পরে এর অবিশ্বাস্য সাফল্য দেখে আরো অনেক দেশ এর সাথে জড়িত হয়। এর থেকেই পরে আরো বিস্তারিতভাবে Schengen visa দেবার ধারণা আসে। আজকের এই দিনে জার্মানির পার্লামেন্ট থেকে শুরু করে প্রায় সরকারি অফিসগুলো দর্শনার্থীদের visit করার জন্য খুলে দেওয়া হয়েছে। pandemic না থাকলে এই সময় সারা জার্মানিতে concert বা বিভিন্ন ইভেন্ট থাকতো। আর Globilazation এর এই সময়ে এখন ইউরোপিয়ান ইউনিয়নের ২৬ টা দেশের এই ইউনিয়ন এখন বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক ব্লক। রাজনীতিবিদদের কিছু দুরুদর্শী সিদ্ধান্ত যে দুনিয়া বদলে দিতে পারে European Union এর মডেল তার একটা প্রমান। Happy European Day