শিরোনাম

মাজা ব্যথা রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

0Shares

সমাজের অতি পরিচিত একটি রোগ নিয়ে আলোচনা করবো যাকে আমরা সাধারণত মাজা ব্যথা বা Low back pain(LBP) নামে চিনি।
এই রোগের কারণ, লক্ষণ, পরীক্ষা এবং চিকিৎসা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব ইনসাল্লাহ।
কারণঃ
১। Mechanical low back pain
অর্থাৎ কোন ভারী জিনিস তোলা দেওয়ার সময় টান লাগা, অনেকক্ষণ নিচের দিকে জুকে কাজ করা, অনেকক্ষণ বসে বসে কাজ করা।
২। Prolapse intervertibral disk(PLID)
অর্থাৎ মেরুদন্ডের প্রতি ২ টা হাড়ের মাঝে ১টি নরম হাড় থাকে, তা যদি কোন কারণে একটু বাহিরে চলে আসে।
৩।Osteoarthritis
অর্থাৎ হাড়ের Bone menarel density কমে গেলে হাড় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে(পরে এই হড় ক্ষয় নিয়ে বিস্তারিত একটি পোষ্ট দিব ইনশাল্লাহ)
৪।Spondylolisthesis
অর্থাৎ একটি হাড় আরেকটি হাড়ের উপর পছলা খেয়ে উঠে যাওয়া।
৫।Spondylosis
অর্থাৎ হাড়ের arch গুলো কোন কারণে ভেঙ্গে যাওয়া।
৬।Sacroilitis
অর্থাৎ আমাদের Sacrum and ilium মিলে যে জোড়া গঠন করে সে জায়গায় প্রদাহ হলে।
এই কয়েকটা হলো মুল কারণ।
আরো অনেক গুলো কারন আছে তা এতটা গুরুত্ত্বপুর্ণ না।

লক্ষণঃ
যদি লক্ষণের কথা বলি তাহলে বলতে হয় সবগুলো কারনের ফলে মাজা ব্যথা হয়,কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা লক্ষণ আছে।
কোনটার ফলে ব্যথা শুধু মাজায় থাকে আবার কোনটার ফলে পায়ের দিকে নামে।আবার কোনটার ফলে দিনে দিনে হাটার ক্ষমতা কমতে থাকে এবং কি একটা সময় হাটতে ও পারেনা। কোনটার ফলে পায়ে টন টন করে, জ্বালোপোড়াও করে। কোনটার ফলে পায়খানা-পস্রাবের ও সমস্যা হয়।

পরীক্ষাঃ
রুগির কাছ থেকে বিস্তারিত শোনার পর একজন ডাক্তার সিদ্ধান্ত নেন কোন কারনে হয়েছে।
তখন তিনি প্রয়োজন মনে করলে পরীক্ষা দিয়ে থাকেন।

চিকিৎসাঃ
আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই জায়গায়।কারন যেহেতু সব কারনেই মাজা ব্যথা হয় এবং এই জন্যই গ্রামের সকল ঔষুধ দোকানদার এই ক্ষেত্রে বড় বড় ডাক্তার। আর রোগীরা ও মনে করে ব্যথার ঔষুধ খেলেতো ভালোই লাগে কিন্তু একটু সমস্যা হয়ে যায় যখন ঔষুধ শেষ হয়ে যায় তখন। তখন ব্যথা আবার মাথা ছাড়া দিয়ে ওঠে। কিন্ত রোগীরা তো আর জাননা শুধু এই ব্যথার ঔষুধে এই সমস্ত রোগ ভালো হয় না।
একেক কারনের চিকিৎসা ও একেক রকমের হয়ে থাকে, সাথে ব্যায়াম ও করতে হয়।আর কারণ অনুসারে ব্যথার ঔষুধের সাথে অন্যান্য ঔষুধ ও লাগে।
আর একটা কথা সবাই মনে রাখবেন,ব্যথার ঔষুধ দীর্ঘদিন খেলে কিডনি খারাপ হয়ে যায়, এবং আপনার যে কিডনি খারাপ হয়ে যাচ্ছে তা ও কিন্তু ডাক্তার ছাড়া দোকানদারের ধারা সম্ভব নয়।

লেখক, ডাঃ নাজির হোসাইন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg