সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ০৯ মে
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে দিনের বেলায় অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিসেবার কাজে পন্টুনে দুটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে।
রোববার দুপুরের পর থেকে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম দেখা গেছে। অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু যাত্রী ও ছোট গাড়িও পারাপার হতে দেখা গেছে।
রোববার (০৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে অপ্রত্যাশিত যাত্রী ও গাড়ি যেন চলতে না পারে, সেটা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পাটুরিয়া ঘাটের আইন শৃঙ্খলা রক্ষার্থে ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই।’
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) রাসেল আহমেদ বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, লাশবাহী ও রোগীবাহী গাড়ি পার করার সময় কিছু যাত্রীও পার হচ্ছে।