শিরোনাম
আজ বিশ্ব শিশু অধিকার দিবস জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

লাগবে নতুন জুতা আর স্যান্ডেল

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

0Shares

শার্ট, প্যান্ট, শাড়ি, চুড়ি—সবই হলো ঈদের কেনাকাটায়। এবার লাগবে নতুন জুতা। ঈদে নতুন জুতার খবর জানাচ্ছেন এহসানুল মাহবুব জুবায়ের।

ঈদ-উৎসবে লুকে স্টাইলিস্ট ভাব আনতে দরকার স্টাইলিস্ট জুতা। টাইলিস্ট হলেই চলবে না শুধু; পোশাক, পরিবেশ ও বয়সের সঙ্গেও মানানসই হওয়া দরকার। ছেলে-মেয়ে সবার জুতাতেই নতুন নকশার প্রাধান্য দিচ্ছে ছোট-বড় জুতার ব্র্যান্ড গুলো। মেয়েদের জুতায় পুঁতি, পাথর, কারচুপি ও জারদৌসির নকশায় জমকালো ভাব ফুটিয়ে তোলা হয়েছে। ঈদ অনুষ্ঠানে এখানে-সেখানে ঘুরে বেড়াতে প্রয়োজন আরাম। এ জন্য যেমন স্লিপার স্যান্ডেল পাওয়া যাবে, তেমনি রাতের সাজে কিংবা পার্টি সাজের জন্য পাওয়া যাবে জমকালো ডিজাইনের সাচ্চী, লোফার বা উঁচু হিলের জুতা। উঁচু হিল ও ফ্ল্যাট স্যান্ডেল যাদের পছন্দ নয়, তাদের জন্যও আলাদা ডিজাইনের জুতা পাবেন এ বাজারে।

বৃষ্টির মধ্যে ঘোরাঘুরির জন্য আছে বিশেষ ধরণের জুতা। ছেলে-মেয়ে সবার জন্য পাওয়া যাবে বৃষ্টির দিনে পরার উপযোগী জুতা। এই ধরণের জুতায় অনায়াসে বর্ষার কাদা-পানি মাড়িয়ে ঘুরতে পারবেন। আসন্ন শীতের কথা ভেবে ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে নতুন ডিজাইনের বিভিন্ন রঙের কনভার্স।

ছেলেদের কেডস, স্লিপার বা বেল্ট ওয়ালা স্যান্ডেল এবং মেয়েদের পাম্প সু আর হিল ধরণের জুতা স্যান্ডেল গুলো রয়েছে তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে। সুবিধা ও পছন্দের কথা বিবেচনা করে কনভার্স সাচ্চীর মধ্যেও রয়েছে প্রকারভেদ। হাই কনভার্স, সেমি হাই কনভার্স, শু কনভার্স, প্লেইন কনভার্স, স্পোর্টস কনভার্স ইত্যাদি। ক্যাজুয়াল কালেকশনে পাবেন ট্রেন্ডি সিনথেটিক ও চামড়ার সাচ্চী লোফার জুতা। গ্যাবার্ডিন, জিন্স, সেমি ক্যাজুয়াল ও ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরা যাবে এসব জুতা।

কেমন দাম

স্যান্ডেলের লোকাল মার্কেটে দাম পড়বে ৩৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে। বেল্ট সহ স্যান্ডেল গুলো ৫৫০ থেকে ১২৫০ এর মধ্যে। মেয়েদের পাম্প শুর দাম শুরু ৪০০ টাকা থেকে, স্লিপার ৭৫০ এর মধ্যে, হিল জুতা গুলো পাবেন ১০০০-১৫০০ এর মধ্যে। ছেলেদের ফরমাল শুর দাম শুরু ৬০০ টাকা থেকে, সিনথেটিক গুলো পাবেন ১০০০ এর মধ্যে, চামড়ার শু গুলো পাবেন ১৮০০ টাকার মধ্যে। কেডসের দাম শুরু হয়েছে ১২০০ থেকে, পাওয়া যাবে ২০০০ এর মধ্যে। সাচ্চী বা লোফার সিনথেটিক পাবেন ৭০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

বাচ্চাদের জন্যও পাওয়া যাবে বাহারি ডিজাইনের জুতা ও স্যান্ডেল। দাম ৬০০ টাকা থেকে ১৩০০ টাকার মধ্যে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg