মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে দলীয় ফোরাম ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, বুধবার (০৫ মে) দুপুরের দিকে জাহান আসিফ নামের একটি ফেসবুক আইডি থেকে নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি পোস্ট করে লেখা হয়, ‘শিবালয় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস সাহেবের সুযোগ্য পুত্র শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান মিম এর অসাধারণ একটি মুহুর্ত’। ছবিটি ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সহ সভাপতি নাজমুল হাসান মিম শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সহ সভাপতি।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান মিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসবের সাথে জড়িত নই। ফেসবুকে ইয়াবা সেবনের ছবিটি আমার নয়। কেউ শত্রুতামূলক আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে ছবি এডিট করে ফেসবুকে গুজব ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, ছাত্রলীগে কোন মাদক সেবনকারীদের জায়গা নাই। মিম ছাত্রলীগের শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি। সে কখনো ছাত্রলীগের আদর্শে ছাত্রলীগ করেনি, সে যতদিন উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিল ততদিন ভাই লীগ হিসেবে রাজনীতি করেছে।