পরিবর্তন হচ্ছে রাজবাড়ীর টেলিফোন নম্বর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

0Shares

সুজন বিষ্ণু/
উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে। এ লক্ষ্যে রাজবাড়ি, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি টেলিফোন এক্সচেঞ্জের পাঁচ ডিজিটের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএলের নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ।

গ্রাহকদের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএলের ওয়েব সাইটে দেওয়া আছে।-www.btcl.gov.bd। এছাড়া, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোন সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন। রাজবাড়ি জেলার জন্য ০৬৪১৬৫০০০ নম্বরে ফোন করতে পারবেন।

নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিটিসিএল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg