গত-বছরের ন্যায় এবারও প্রতিদিন চলছে বসন্তপুর মানবিক সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রম

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

0Shares

রাজবাড়ী সংবাদদাতাঃ
প্রতিদিন ইফতারের আগে অসহায় দুস্থ’দের মাঝে বাড়ী বাড়ী ইফতার নিয়ে হাজির হন সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন বসন্তপুর (SSOB)।

এ পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা’র বসন্তপুর ইউনিয়নে প্রায় ২৫০ টি অসহায় পরিবারকে ইফতার পৌছে দিয়েছে এ সংগঠনটি।

সংগঠন’টির প্রতিষ্ঠাতা দেওয়ান মো: রিয়ান, সংগঠনের সদস্য দেওয়ান আলিফ, দেওয়ান মেহেদী, আশিক খান, শেখ নাইম, রাসেল মিয়া প্রমুখ

বিতরণকৃত ইফতারের প্রতি প্যাকেটে থাকছে: ছুলা, মুড়ি, খেজুর, চপ, পেয়াজু, শশা, বাঙ্গি ইত্যাদি

এ বিষয়ে সংগঠন’টির প্রধান উপদেষ্টা দেওয়ান রিয়াদ জানান: বিগত এক বছর ধরে দেশের ক্লান্তিলগ্নে আমাদের সংগঠন “সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন বসন্তপুর (এস.এস.ও.বি) অসহায় মানুষের সেবায় নিয়োজিত, বিশেষ করে গত-বছর তথা এ বছরেও রমজান মাসে দেশে লকডাউন চলায় অসহায় খেটে খাওয়া মানুষের রোজগার সীমিত, তার’ই ধারাবাহিতায় আমরা এই রমজান মাসেও ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। শুধু ইফতার ‘ই নয় রমজানের শেষের দিকে ঈদের আগে কিছু অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করারও পরিকল্পনা আছে এই সংগঠনের।

এবং সংগঠন’টির প্রতিষ্ঠাতা দেওয়ান মো: রিয়ান জানান : করোনা’র প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় দুস্থ মানুষের মাঝে মাস ব্যাপি ইফতার বিতরন কার্যক্রম চলমান, এই সংগঠন’টি দেশের সকল ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাড়িয়ে থাকে, গত-বছরের ন্যায় আমি আমার ঈদ খরচ সকল অসহায় মানুষের জন্য ঈদের খাদ্য সামগ্রী বা অসহায় পথ শিশু’দের ঈদের জামা কিনতে ব্যায় করবো, আমাদের সংগঠনের সকল সদস্য ‘দের ও একই সিদ্ধান্ত, যেখানে বেচে থাকাটাই আজ কষ্টকর সেখানে ঈদ আমাদের কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী ২৫ রোজা থেকে ‘ই আমাদের খাদ্য সামগ্রী ও ঈদের জামা বিতরণ কর্মসূচি শুরু করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg