করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এ নিয়ে এই ভারইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু হল ১১,৭০৫ জনের।
এই সময়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১,৯১৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শনাক্ত হয়েছেন।
গতকাল সোমবার বাংলাদেশে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন বাংলাদেশে শনাক্ত হয়েছিলেন ১,৭৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় ২১,৯৮৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত ও মৃত্যুর এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।
এরপর অগাস্ট মাসের পর থেকে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসলেও এই বছরের মার্চ মাস নাগাদ আবার শনাক্ত ও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে।
একপর্যায়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.৭১ শতাংশ। আর সুস্থতার হার ৯০.৭৮ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়েছেন ৩,৮৭০ জন আর বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ৬,৯৫,০৩২ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ২৫ জন। তাদের মধ্যে ৪৪ জনের বয়সই ষাট বছরের ঊর্ধ্বে।
সূত্রঃবিবিসি নিউজ বাংলা