সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে৷ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল৷
২০১৯ সালের ডিসেম্বের চীনের উহানে প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস৷ বিজ্ঞানীরা মরনঘাতী এ ভাইরাসের নাম দেয় কোভিড-১৯৷ কয়েক মাসের মধ্যেই ইউরোপ-অ্যামেরিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস৷ দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম এ ভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে প্রায় ৩২ লাখ মানুষ প্রাণ কেড়ে নেয়৷
করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২২ লাখ ৮৮ হাজার ছয়শ’৮৯ জন৷ দেশটিতে অন্তত পাঁচ লাখ ৭৫ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে৷
দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৭৬ হাজার পাঁচশ’ ২৪ জন৷ আর নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ৷
দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯০ হাজার ছয়শ’ ৭৮ জন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে শুক্রবার পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছে৷
এদিকে ইউরোপের দেশ জার্মানিতে করোনা ভাইরাসের মোট আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৮১ হাজার পাঁচশ’ ৯৭ জন৷ রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশটেতি এখন পর্যন্ত মোট ৮২ হাজার আটশ’ ৫০ জন মারা গেছে৷
সূত্রঃ লাইভ টিভি