জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় রাজবাড়ী জেলা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল শুক্রবার বিকাল থেকে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ইফতার বিতরণের শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ছোট ভাই টিটু কাজী।
ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মী বৃন্দ।
এসময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা বলেন, রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষ থেকে আমরা আজকের এই ইফতার বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের কাছে সংসদ সদস্যদের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন তিনি।