রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে গোয়ালন্দে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেনতায় মুক্তিযোদ্ধা, পথচারী, রিকশা চালক ও বাজারের ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

২৬ এপ্রিল সোমবার বেলা ১২টায় রাজবাড়ী জেলা পরিষদের আয়োজনে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ও উজানচর ইউনিয়ন এবং গোয়ালন্দ পৌরসভার মধ্যে ১ হাজার প্যাকেট করোনা সুরক্ষা সামগ্রী (প্রতিটি প্যাকেটে ছিল, ১টি হ্যান্ড ওয়াশ, ১টি হ্যান্ড স্যানিটাইজার, ৫টি মাস্ক) বিতরণ করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলাপরিষদের সদস্য মো. ইউনুছ আলী মোল্লা, ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন রনি, সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে এম মুহিত হিরা প্রমুখ।

সে সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে ও পরিস্কার পরিচ্ছন্ন
থাকতে হবে। সে সাথে আগামী দিনের যে কোন দুর্যোগ প্রতিরোধে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg