পাংশায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সরিষা ইউনিয়ন এর পালের ডাঙ্গী গ্রামের আলোকিত মাদক ব্যবসায়ী মিঠু শেখ ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

এর আগে সাড়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছিল এই মিঠু। মিঠু রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে।

জানা গেছে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন রেজা, এ এস আই জহুরুল হক, এ এস আই আব্দুর রহিম সংগীত পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিঠু শেখকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন মিঠু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, পাংশা থানায় তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে এবং 300 পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। এবার আমাদের পাংশা থানা পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেছে। পাংশা থানা এলাকায় মাদক মুক্ত রাখতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (২৪ এপ্রিল) গ্রেফতার কৃত মিঠু শেখকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পাংশা মডেল থানা পুলিশ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg