’খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বাবের সভাপতিত্বে উদ্বোধন করেন, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রশিদ মৃধা প্রমুখ। বক্তারা সবার বাড়ীর আংগিনায় পোটিন জাতীয় সবজি উৎপাদন করার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. পনিরুজ্জামান। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ স্বাস্থ্য বিধি অনুসরণ করে অংশগ্রহণ করেন।