রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে বেগুন ক্ষেত থেকে ৪ কেজি ১’শ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার করেছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামের বলরাম ঘোষের ছেলে অপুর্ব ঘোষের বেগুন ক্ষেতের মধ্যে থেকে বালিয়াকান্দি থানার এস, আই রাজীব, এস, আই আলমগীর হোসেন, গ্রাম পুলিশ সদস্য অর্জুন, জাহাঙ্গীর, কালাচাঁদ, বিনয় বাছাড়ের উপস্থিতিতে গত ১৯ এপ্রিল রাতে ৪ কেজি ১’শ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়।
বালিয়াকন্দি থানার এস,আই আলমগীর হোসেন বলেন, ৪ কেজি ১’শ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। বুধবার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।