গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র (এক) নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর হক, প্যানেল মেয়র (দুই) নির্বাচিত হয়েছেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নাসিউদ্দিন রনি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র (তিন) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সাহেদা আক্তার ।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাহেদা আক্তার ও ভোটের মাধ্যমে মো. ফজলুল হক (১০ ভোট) ও নাসিরউদ্দিন রনি (০২) ভোট পেয়ে নির্বাচিত হন। প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ সকল কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।