ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনের খেলা দাপট দেখিয়ে শেষ করেছে টাইগাররা।
ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনের খেলা দাপট দেখিয়ে শেষ করেছে টাইগাররা।
তামিমের বিদায়ের পর লঙ্কানদের ভুগিয়েছেন শান্ত ও মুমিনুল। ছবি : গেটি ইমেজ
দলীয় ৮ রানে সাইফ হাসানকে হারিয়ে শুরুতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে ব্যাটিং চালিয়ে যান তামিম ইকবাল। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের জুটি। তামিমের আত্মাহুতি শটে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট, আর তামিম বঞ্চিত থাকেন নিজের দশম টেস্ট শতক থেকে।
শতক থেকে মাত্র ১০ রান দূরে থেকে তামিম সাজঘরে ফেরেন। তার আগে ১০১ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার। তার বিদায়ের পর আর কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। লঙ্কান বোলারদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। অর্ধশতক হাঁকিয়ে মুমিনুলও হাঁটছেন শান্তর পথে।
Also Read – তামিমের এমন বিদায়ে পুরো গ্রহই কষ্ট পাবে : নাফিস
প্রথম দিন ৯০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ জড়ো করেছে ৩০২ রান। শান্ত ২৮৮ বলে ১২৬ ও মুমিনুল ১৫০ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। শান্ত হাঁকিয়েছেন ১৪টি চার ও ১টি ছক্কা, মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৬টি চার। তৃতীয় উইকেটে দুইজব্যানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ দেড়শ রানের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০২/২ (৯০ ওভার)
শান্ত ১২৫*, তামিম ৯০, মুমিনুল ৬৪*
বিশ্ব ৬১/২
সূত্রেঃবিডি ক্রিকটাইম.কম