মোশারফ হোসেন কুমারখালী।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বেড়কালুয়া গ্ৰামের রিজাউল ইসলামের মেয়ে রিমা (১৫) সঙ্গে ২২ দিন আগে বিয়ে হয় শিলাইদহ ইউনিয়ন মাছগ্ৰাম জোড়ালপুর গ্ৰামের খোকন শেখের ছেলে পিয়াসের (১৮) সঙ্গে। (২০) এপ্রিল মঙ্গলবার দুপুরে রিমাকে স্বামীর বাড়ির ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ রিমার শশুর বাড়ীর লোকজনের। রিমার বাবা বলেন, আমার মেয়ে (২২) দিন আগে বিয়ে হয় পিয়াসের সঙ্গে। আমার মেয়ে রিমাকে সন্দেহে করে পিয়াস বলে, রিমার পেটে বাচ্চা আছে। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পিয়াস রিমাকে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়াই পেটে বাচ্চা আছে এমন সন্দেহ করে। আমাকে রিমার শশুর বাড়ীর কেউ খবর দেইনি আমি অন্য জনের কাছে শুনে এসেছি। এখন এসে দেখছি আমার মেয়ে মারা গেছে। আমার বিশ্বাস হয় না আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে কে রিমার শশুর বাড়ীর লোকজন ও তার স্বামী পিয়াস গলা টিপে হত্যা করছে। এর পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এমন প্রচার করছে । এই ঘটনার আমি দোষীদের বিচার দাবি করছি। এই মৃত্যু কে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে। এই ঘটনার পর থেকেই রিমার স্বামী পিয়াস পালতক রয়েছে।
এই মৃত্যুর বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, (২০) এপ্রিল দুপুরে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।