রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে ১৮ এপ্রিল রবিবার সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনের পঞ্চম দিনে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী মুরগীর ফার্ম নতুন বাজার, বড় পুল মোড় ও শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার।
এসময় আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান/দোকান খোলা রাখায় ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ৪ জনকে ৫হাজার ৫’শ টাকা এবং একজন মুদি ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসময় জনগণকে সচেতন করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক সিভিল সার্জন অফিস রাজবাড়ী।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে আরো জানানো হয়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।