কুমারখালী প্রতিনিধি।
কুমারখালী সদকী ইউনিয়নে গোপালপুর নন্দীগ্রামে এক ভিক্ষুককে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।
মৃত খবির মল্লিকের পুত্র আবুহার মল্লিক (৮০) কে জমি সংক্রান্ত বিরোধের কারণেই পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে দরবেশ পুর গ্ৰামের সামছুদ্দিন প্রামানিক ছেলে সোহেল প্রামানিক( ৩৫) ও কামাল প্রামানিক পিতা- মৃত আলফা প্রামানিক সাং- সদকী এদের বিরুদ্ধে।
আবু আহাদ মল্লিকের জামাই সেলিম হোসেন জানান, আমার শশুর কে গত (১২) এপ্রিল দুপুরে বাড়ির মধ্যে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে সোহেল ও কামাল। এই সময় আমার শশুর আবুহার নিষেধ করলে সোহেল ও কামাল বেধরম মারপিট করে আহত করে। এই সময় কামাল আমার শশুর কে পেটে লাথি মারলে মাটিতে পড়ে যায়। এর পর কুমারখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় (১৫) এপ্রিল বৃহস্পতিবার সকালে মারা যায়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল আবুহার মল্লিক নিজে বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, সদকী নন্দীগ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারণে মারধরের ঘটনায় আবুহার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।