জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবারিয়া (উলিপুর) গ্রামে এক কুয়েতীর অনুদানে নির্মিত একতলা বিশিষ্ট মসজিদের উদ্বোধন করা হয়েছে।
জানাযায়, মার্তা গান্নাজ (উম্মে সাগর) নামে এক কুয়েতীর অর্থে প্রবাসী মো. জাহিদুল ইসলাম কনকের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করা সম্ভব হয়েছে।
১৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টার দিকে খানখাপুর ভান্ডারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুম মুনির এরশাদ এই মসজিদটির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী মো. জাহিদুল ইসলাম কনকের বড়ভাই আবু জোহা মো. নুরুল ইসলাম, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কুয়েতী মার্তা গান্নাজের (উম্মে সাগর) দেয়া অর্থে প্রবাসী মো. জাাহিদুল ইসলাম কনকের সহযোগিতায় ৩ হাজার ৫’শ দিনার (বাংলাদেশী দশ লক্ষ টাকা প্রায়) অনুদান দেয় ওই কুয়েতী।
মসজিদটির নাম করণ করা হয়েছে “মসজিদে আয়শা উম্মে মোমিন”। মসজিদটিতে একযোগে প্রায় ২’শ মুসুল্লি নামাজ আদায় করতে পারবে বলে প্রবাসী মো. জাহিদুল ইসলাম কনকের বড়ভাই আবু জোহা মো. নুরুল ইসলাম জানান।