গোয়ালন্দে কঠোর লকডাউনের প্রথম দিন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

0Shares

কঠোর লকডাউনের প্রথম দিনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাধারন মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। গণপরিবহন বন্ধ থাকলেও বেশ কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা, মটরসাইকেল চলাচল করতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই তৎপর ছিলো। শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ছোট যানবাহন চালকসহ পথচারীদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি গোয়ালন্দ পৌর শহরের বিভিন্ন প্রবেশ পথে চেক পোস্ট বসানো হয়েছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন- প্রথম দিনে মানুষজনকে বিনয়ের সাথে অপ্রয়েজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হচ্ছে। এর পরেও যদি ঘর থেকে বের হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর হবে আইনশৃংখলা বাহিনী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg