জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৌর ৯ নং ওয়ার্ড সাকের ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রিত নগদ ৬৯ হাজার ৬’শ ৩০ টাকা সহ মো. সাদ্দাম ফকির (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়া মো. আয়নাল ফকির এর ছেলে মো. সাদ্দাম ফকির এর নিজগৃহ থেকে তাকে গাঁজা ও নগদ টাকা সহ আটক করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারি পরিচালক মো. তানভীর হোসেন খাঁন এর তত্বাবাধনে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, এ মাদককারবারির নিজগৃহ থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রিত নগদ টাকা সহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই মাদককারবারি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলমান আছে বলেও জানান তিনি।