রাজবাড়ীর সদ‌র উপ‌জেলায় ১২শত কৃষ‌কের ম‌ঝে আউশধা‌নের বীজ ও সার বিতরণ করা হ‌য়ে‌ছে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ী সদর উপ‌জেলার কৃ‌ষি সম্প্রসার‌ণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে ১২ এপ্র‌লি সোমবার সকা‌লে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী সদর উপ‌জেলার ২০২০-২১অর্থবছ‌রে প্র‌ণোদনার কর্মসূ‌চির আওতায় খ‌রিপ ১ মৌসু‌মে কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে আউশ ধা‌নের বীজ ও সার বিতর‌ণের করা হ‌য়ে‌ছে। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন‌ রাজবাড়ী কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তরের উপ প‌রিচালক এসএম সহীদ নূর আকবর,অ‌তি‌রিক্ত উপ প‌রিচালক মুহঃ‌মোফাক্ খারুল ইসলাম,উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফ‌জ্জেল হো‌সেন,উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোঃ বাহাউ‌দ্দিন শেখ,উপ সহকারী কৃ‌ষি কর্মকতাগন উপ‌স্থিত ছি‌লেন। বক্তাগন ব‌লেন,বর্তমান সম‌য়ে যারা পাট এবং তিল চাষ ক‌রার পর যে সব জ‌মি ফাকা র‌য়ে‌ছে সেই সব জ‌মি‌তে আউশধান চাষ করার জন্য সরকা‌রের পক্ষ থে‌কে কৃ‌ষি সম্প্রসার‌ণের অ‌ধিদপ্ত‌রের মাধ্য‌মে রাজবাড়ী সদর সদর উপ‌জেলার দাদশী,বরাট,শহীদওহাবপুর, খানখানাপুর ,আলীপুর, পাচু‌রিয়া,খানগঞ্জ,বা‌নিবহ,‌মিজানপুর,চন্দনী,মূলঘর,সুলতানপুর, বসন্তপুর,রামকান্তপুর ইউ‌নিয়‌নসহ, মোট ১৪ টি ইউ‌নি‌য়ের মোট ১২ শত কৃষ‌কের মধ্যে প্র‌ত্যে‌কের ৫ কে‌জি ক‌রে আউশ ধান,১০‌কে‌জি পটাশসার,ও ২০কে‌জি ডিআই‌বি সার কৃষ‌কের হা‌তে তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg