জহুরুল ইসলাম হালিমঃ
কঠোর লক ডাউনের প্রভাবে ঢাকা ছাড়ছে মানুষ। সোমবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ন নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় উপচে পড়া ভীর দেখা যায়। প্রতিটি ফেরিতে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পার হচ্ছে যাত্রী । এছাড়াও যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া প্রান্তে আটকে পরেছে অন্তত পাঁচশত পন্যবাহি ট্রাক ও কভারভ্যান। ১২ এপ্রিল সোমবার বিকেলেও যাত্রী ও যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহা সড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় ৩’শ ফেরি ও ঘাটের ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে আরো অন্তত দুই শত পন্যবাহি গাড়ি পারের অপেক্ষায় আটকে আছে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহা ব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, লক লাউনের খবরে সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ছুটছে। যে কারণে দৌলতদিয়া পন্যবাহি ট্রাক ও কভারভ্যানের দীর্ঘ সাড়ি তৈরি হয়েছে। তবে আটকে থাকা গাড়ি গুলোকে দ্রুত ১৫ টি ফেরি দিয়ে পারাপার করার চেষ্টা করা হচ্ছে।