দৌলতদিয়ায় দুই ইলিশের দাম ৬হাজার ৩’শ! পাঙ্গাস,আইড় সহ বিক্রি হলো সাড়ে ৫৪ হাজার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

0Shares

 

জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১টি পাঙ্গাস, ৩টি আইড় ও ২টি ইলিশ মাছ ধরা পরেছে। মাছগুলো ওজন দিয়ে দেখা যায়- পাঙ্গাসটি ১৭ কেজি, আইড়গুলো ১৬কেজি এবং ইলিশ দুটি ৩কেজি ওজনের। মাছগুলো পাড়ে আনলে স্থানীয়রা এক নজর দেখতে ভীড় করে।

১১ এপ্রিল রোববার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ নদীতে পদ্মা-যমুনার মোহনায় পাবনার শ্যামগ্রাম এলাকার জেলে হরিপদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে।

মাছগুলো বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক সম্রাট শাজাহান মিয়া পাঙ্গাসটি ১হাজার ৪’শ টাকা কেজি দরে তেইশ হাজার ৮শ টাকায়, আইড়গুলো ১হাজার ৩শ টাকা কেজি দরে ২০হাজার ৮’শ টাকায় এবং ইলিশ ২টি দুই হাজার টাকা কেজি দরে ৬ হাজার টাকায় মোট ৫০হাজার ৬শ টাকায় কিনে নেন।

পরে সম্রাট শাজাহান মিয়া দেশের বিভিন্ন স্থানে মুঠো ফোনে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে দুপুরে ময়মনসিংহের এক ধর্নাঢ্য ব্যবসায়ীর নিকট পাঙ্গাসটি ১হাজার ৫শ টাকা কেজি দরে ২৫হাজার ৫’শ টাকায়, আইড়গুলো ১হাজার ৪’শ টাকা কেজি দরে ২২হাজার ৪’শ টাকায় এবং ইলিশ ২টি ২হাজার ১’শ টাকা কেজি দরে ৬ হাজার ৩’শ টাকায় মোট ৫৪হাজার ৬’শ টাকায় বিক্রি করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানির বড় বড় এ ধরনের মাছগুলো খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg