ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের দায়ে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ম্যানেজার সওগাত আরমানকে (৪৫) গ্রেপ্তার করেছেন দুদক বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংকের শাখা থেকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া দুদকের আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক ভাবে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার বর্তমানে ঢাকায় সংযুক্ত, ব্যাংকের সাবেক ম্যানেজার সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সওগাত আরমান রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর ওই ব্যাংকের বগুড়া শাখায় যোগ দেন বলে জানা যায়।প০
দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি দমন আইনের ৪০৯ ও ৪২০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বগুড়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিৎ করেছেন। আজ তাকে আদালতে তোলা হবে।