দৌলতদিয়ার পদ্মায় ধরা এক কাতলের দাম চল্লিশ হাজার টাকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। মাছটির ওজন সাড়ে ২৪ কেজি।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ পদ্মায় জেলে মোশারফ হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে পারে আনলে এক নজর দেখতে ভীর করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার সকালে পদ্মা নদীর মাঝখানে জাল ফেলে জেলে মোশারফ হলদার। এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পরে। পরে আড়তে ডাকের মাধ্যমে এক হাজার ছয়শত পঞ্চশ টাকা কেজি দরে মোট চল্লিশ হাজার ৪’শ পচিশ টাকায় কিনে নেওয়া হয়েছে। মাছটিকে বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg