জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪নং দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা -খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে গোয়ালন্দ উপজেলার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় এই ঘটনায় পুলিশ দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে অনান্য আসামীদের গ্রেপ্তারের দাবী করেন বক্তারা।
ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধনের যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ্জজামান, ডিবির ওসি প্রাণবন্ধু বিশ্বাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়ীর সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।