রাজবাড়ীতে নতুন করে করোনা শনাক্ত ৩৭ জন, মোট মৃত্যু ১০জন।

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

0Shares

সুজন বিষ্ণু||

রাজবাড়ীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ১১৪৯ জন। মৃত্যু বরণ করেছেন ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫০ জন। হোম আইসোলেশনে আছে ৪২৯ জন। হাসপাতালে ভর্তি আছে ২৪ জন ।

মঙ্গলবার সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ২৫/০৭/২০২০ তারিখে ৮৭ টি স্যাম্পল পাঠানো হয়। এর মধ্যে পজিটিভ আসে ৩৭ টি এবং নেগেটিভ ৫০ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৬০টি স্যাম্পলের ২৫ জন পজিটিভ, পাংশা উপজেলার ২০টি স্যাম্পলে ১১ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ৩ টি স্যাম্পলে ১ জন পজিটিভ।

সুজন বিষ্ণু,
রাজবাড়ী সদর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg