মোশারফ হোসেনঃ কুমারখালী যদুবয়রা জিকে জলাশয় পুকুর ২ ও ৩ জলাশয় পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রায় ১৫ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জলাশয় আয়তন ০,৮১ জলাশয় ০,৬৪৮ হেক্টর জমিতে এই খনন কাজ চলবে। খনন কাজ শেষ হবে ৪৫ দিনের মধ্যে।
বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় যদুবয়রা জিকে জলাশয় প্রাঙ্গনে কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের মৎস্য চাষ প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, এফ এ গৌতম বাবু, যদুবয়রা এফসিডিআই প্রকল্পের সুফলভোগী দলের সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।