জহুরুল ইসলাম হালিম: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজবাড়ী জেলা পরিষদ কর্তৃক নির্মিত গোয়ালন্দ মোড়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ২৫ মার্চ বৃহস্পতিবার বিকাল শুভ উদ্বোধন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নওয়াব আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সালাহউদ্দিন, ডিআইও-১ মো. সাইদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শামিমা আক্তার মুনমুন, রাজবাড়ী সদর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক (বকাই), খানখানাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আমির আলী মোল্লা, শহিদওহাবপুর ইউপি চেয়ারম্যান মো. তোরাপ আলী মন্ডল, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. ফরিদুর রহমান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ্ বিশ্বাস।
রাজবাড়ী সদর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আব্দুল জলিল বক্তব্যে বলেন, এদেশে রাজাকারদের কাজ টাকার বিনিময়ে হয়, কিন্তুু মুক্তিযোদ্ধাদের কাজ কেন হয় না? এদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। যদি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করতো তাহলে আপনারা স্বাধীন ভাবে, নিরাপদে কাজ ই করতে পারতেন না। তাই সবাকে অনুরোধ করছি মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করুন ও জননেত্রীর হাতকে শক্তিশালী করুন।