রাজবাড়ী জেলা পাংশা উপজেলার কালিবাড়ি মোড়ে সকাল ১১ টায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের সাল্লা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
পূজা উদযাপন কমিটির সভাপতি নিমল কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা পৌরসভা মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উত্তম কুমার কুন্ডু, সুব্রত কুমার সাগর, বিকাশ চন্দ্র বসু প্রমুখ।
বক্তাগণ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।