শিরোনাম
রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার দুই ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী দিলো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২ গোয়ালন্দে নির্বিচারে আঞ্চলিক সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা গোয়ালন্দে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার-২ পদ্মানদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বন্দোবস্তের দাবীতে মানববন্ধন রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার 

গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

0Shares

সুজন রাজবাড়ী
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস, বিশ্ব মানবতার ইতিহাসে এক কালাে অধ্যায়। ১৯৭১ সালের এইদিনে বাঙালির মুক্তি আন্দোলনকে নস্যাৎ করে দিতে নির্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকাসহ সারাদেশে চালানাে হয় গণহত্যা। শহিদ হন শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অগণিত মানুষ। আজকের এ দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর নেতৃত্বে দীর্ঘ নমাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি ২৫ মার্চ কালরাতে নিহত সকল শহিদদের। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতীয় চার নেতা, বীর মুক্তিযােদ্ধা, বীরাঙ্গনা, শহিদ মুক্তিযােদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সকলস্তরের জনগণকে, যাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। মানবতাবিরােধী অপরাধে জড়িতদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও আমাদের সে কলঙ্কমােচন হয়েছে। আমি মনে করি গণহত্যা দিবস পালনের মধ্য দিয়ে ২৫ মার্চ কালরাতের গণহত্যা ও আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে স্বাধীনতার প্রকৃত ইতিহাস।

বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের মহান স্বাধীনতা। দেশের জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি জীবনের প্রতিটি মুহূর্ত আত্মনিয়ােজিত ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশপ্রেমের আদর্শে বলীয়ান হয়ে দলমত ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুখি, সমৃদ্ধ
বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়ে তালার লক্ষ্যে আমরা এক সাথে কাজ করবাে গণহত্যা দিবসে এই হােক আমাদের দৃঢ় প্রত্যয়।

দিলসাদ বেগম
জেলা প্রশাসক
রাজবাড়ী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg