জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জরিনা বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় গুরুতর ভাবে আহত হন চালক শহিদুল ইসলামসহ অটোরিক্সার অপর যাত্রী খাদিজা বেগম (৬৫), রবিন কাজী (২২) ও হাসি আক্তার (৩৫)।
আশঙ্কাজক অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জরিনা বেগম গোয়ালন্দের হোসেন মন্ডলপাড়া গ্রামের শমসের কাজীর স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘাটে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।