পাংশায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের প্রশাসন অবহিতকরণ কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

0Shares

সোমবার (২৭ জুলাই) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসন অবহিতকরণ কোর্স ২০২০ এর আয়োজন করা হয়।

সভাপতি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম।

এ কোর্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ তাদের নিজ নিজ ইউনিয়নে কিভাবে জনগণকে পরিচালনা করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়। দুর্যোগেরকালীন সময়ে জনগণ কিভাবে দুর্যোগ মোকাবেলা করবে সে সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg