মোশারফ হোসেন কুমারখালীঃ সারাদিন ব্যাপি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ম্যানেজিং কমিটির ভোট দেন অভিভাকরা।
এই ভোটকে কেন্দ্রে করে টান- টান উত্তেজনা বিরাজ করে ইউনিয়ন জুড়ে। ভোট কে সুষ্ঠু করতে কমতি ছিল না কোন কিছুতেই।
পুলিশের পাশাপাশি সাংবাদিক ও জনসাধারণের ব্যাপক উপস্থিতি টের পাওয়া যায়। এলাকাবাসী এর আগে স্কুল কমিটির এমন উৎসব মুখর পরিবেশে ভোট দেখেনি।
কুষ্টিয়া জেলার যদুবয়রা ইউনিয়নের উওর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন কে ঘিরে এমন আয়োজন।
(২০) মার্চ শনিবার উপজেলার উওর চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০ দশটা থেকে বিকাল ২টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।
চারজন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। দুইজন মহিলা সদস্য নির্বাচিত ও দুইজন পুরুষ সদস্য নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তারা হলো মোঃ আব্দুল্লাহ আল- মামুন পলাশ (আনারস), মো. আব্দুস সবুর খান (ছাতা), মোঃ কাবিল হোসেন (চেয়ার) ও মাসুদ রেজা (মোরগ)। মহিলা প্রার্থী মোছাঃ ইশরাত জাহান (গোলাপ ফুল), মোছাঃ ঝুমুর খাতুন (কলস), মোছাঃ তাছলিমা খাতুন (আম), মোছাঃ রহিমা খাতুন ডালিয়া (পাখা) ।
এর মধ্যে নির্বাচনে (চেয়ার) প্রতিকে কাবিল হোসেন ১৯২ ভোট পেয়ে ১ম ও মো.মাসুদ রেজা (মোরগ) প্রতিকে ১৮৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়ে নির্বাচিত হয় । মহিলা প্রার্থী তাছলিমা খাতুন (আম) প্রতিক নিয়ে ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান (গোলাপ ফুল) প্রতিক নিয়ে ১৯১ ভোট পেয়ে দ্বিতীয় অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৩৮৬জন।
এর মধ্যে পুরুষ ১৯৩ ও মহিলা ১৯৩জন। নির্বাচনে ৩৬৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লাইজু রেঞ্জুমা। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন বলেন, নির্বাচন ১০০% অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিল । অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন রয়েছে সার্বক্ষণিক, কঠোর অবস্থানে আছে।