শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

“নিরাপদ সড়ক চাই” স্লোগানে গোয়ালন্দ রাইডার্সের বাৎসরিক সফর।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ( গোয়ালন্দ প্রতিনিধি)

“নিরাপদ সড়ক চাই” স্লোগানকে সামনে রেখে ৪র্থ তম বাৎসরিক সফরের আয়োজন করে “গোয়ালন্দ রাইডার্স” নামে একটি মোটরবাইকার গ্রুপ।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮ টার সময় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ১৩০ টি মোটরসাইকেল ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে ছেরে যায়।গোয়ালন্দ রাইডার্সের ১৩০ টি মোটর সাইকেলে ২৬০ জন রাইডার্স সফরের জন্য অংশগ্রহণ করেন। তাদের গন্তব্যে যাওয়া আসা দিয়ে প্রায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে।

যাত্রা শুরু করার আগে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের মাঠ প্রাঙ্গনে রাইডার্সদের শুভেচ্ছা জানাতে আসেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান, কালের কন্ঠ গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গনেশ পাল, যুগান্তর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামিম শেখ, যুগান্তর জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ সহ প্রমুখ।

গোয়ালন্দ রাইডার্সের বাৎসরিক এই সফরে নেতৃত্ব দেন এডমিন এসএম ইত্তেহাদ সিয়াম, কলিন্স পার্থ, আকাশ সাহা,শামীমুল আলম শাওন, শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী, আহসান হাবিব সহ প্রমূখ।

গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম ইত্তেহাদ সিয়াম বলেন,আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা গোয়ালন্দের শিক্ষিত মোটরসাইকেল রাইডার্দের নিয়ে এই সংগঠনটি তৈরি করেছি। মোটরসাইকেল দূর্ঘটনা রোধে বিভিন্ন সময় আমরা এই সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতা মুলক কার্যক্রম করে থাকি। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ২০১৮ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তুলি। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর, এরপর খুলনা,নাটোর ও এবছর ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সফরে যাচ্ছি।

গোয়ালন্দ রাইডার্সের আরেক এডমিন কলিন্স পার্থ জানান, সফরে অংশগ্রহনকারী সকল রাইডার জুতা,গার্ড,হেলমেট পরিহিত রয়েছে।গন্তব্যস্হলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন,আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে।যাত্রা পথে বিভিন্ন স্হানে বিরতির পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে প্রচার প্রচারনা চালাবে তারা।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg