মানিকগঞ্জ প্রতিনিধি:
১৭ মার্চ মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ.বি.খান বাবু, মোঃ তজুমুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তজুমুদ্দিন, অর্থ সম্পাদক বাবুল আহমেদ, দপ্তর সম্পাদক দেওয়ান আবুল বাশার, প্রচার সম্পাদক শিকদার শামীম আল মামুন, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুজ্জামান সেন্টু, কার্যকরী সদস্য মোঃ সজল আলী, সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটিই পরবর্তী সময়ে হয়ে উঠেন নির্যাতিত নিপীড়িত বাঙ্গালি জাতির মুক্তি দিশারী, গভীর রাজনৈতিক প্রঙ্গা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়েস হয়ে উঠেন বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা। এই মহান নেতার ১০১তম জন্মবার্ষিকীতে গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।