সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ভারতের গেদে স্টেশন থেকে ছেড়ে আসা ১০ টি রেল ইঞ্জিন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। বাংলাদেশ সরকারের রেলওয়ে কে উন্নত করার যে উদ্যোগ, তার অংশ হিসেবে ভারত সরকার বাংলাদেশকে এই দশটি রেল ইঞ্জিন সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসাবে দিয়েছে।
উপহার প্রদান অনুষ্ঠান অনলাইনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আয়োজন করা হয়, আয়োজনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও হাই কমিশনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গেদে স্টেশন থেকে ছেড়ে আসা ইঞ্জিনগুলো বাংলাদেশের দর্শনায় পৌঁছালে, আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর ৫ টি ইঞ্জিন পার্বতীপুর ও অন্য ৫ টি ইঞ্জিন ঈশ্বরদী পাঠানো হয়।
এ সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অন্যান্যরা।