[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর ওপর হামলা ও বাড়ীঘর ভাংচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ শনিবার বেলা ১১ টায় রাজবাড়ী, ফরিদপুর ও মধুখালী এলাকার হিজড়া জনগোষ্ঠীর আয়োজনে দৌলতদিয়ার মাহিয়া মাহির নের্তৃত্বে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় হিজড়ারা।
মানববন্ধনে হিজড়ারা তাদের বক্তব্যে বলেন, হিজড়ারা সমাজের বোঝা নন, আমরা নিজেরা নিজেদের কাজ করে খাই কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করে দৌলতদিয়া ঘাটের স্থানীয় একদল দূবৃত্ত প্রতিনিয়তই চাঁদা দাবি করে আসছিল। আমরা সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১২ মার্চ সন্ধ্যায় মো. সোহেল মন্ডল ও মো. মাসুদ মোল্লার নেতৃত্বে একদল দূবৃত্ত আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং এ সময় হিজড়াদের ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।