জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফা মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে ১২ মার্চ বিকেল সাড়ে ৫টায় দৌলতদিয়া রেস্ট হাউজ চত্তরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ।
এসময় বক্তারা যুবলীগ নেতা মোস্তফা মন্ডল ও তার সহযোগিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ১১ মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা মো. মোস্তফা মন্ডলসহ আরো ৬/৭ জন।