নিজিস্ব প্রতিবেদক ,বালিয়াকান্দি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১১ মার্চ বৃহস্পতিবার বিকেলে এক আইস ফ্যাক্টরীকে জরিমানা করা হয়েছে। আইস ফ্যাক্টরীর নাম “নিউ প্রাণ আইসক্রিম সুপার ফ্যাক্টরী”।
জানা যায়, ফ্যাক্টরীতে আইসক্রিমে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।। অভিযানে ৭’শ ২০টি আইসক্রীম ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর উপকরণ দিয়ে আইসক্রীম তৈরির করার অপরাধে ফ্যাক্টরী মালিক আক্তার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫’শ গ্রাম অনুমোদনহীন রং ও এক কেজি ৫’শ গ্রাম সোডিয়াম সাইক্লামেট জব্দ করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগিতায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সুর্য্য কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।