জহুরুল ইসলাম হালিম:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১’শ পিস ইয়াবাবড়ি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ১০ মার্চ বুধবার ভোর সাড়ে ৬টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর সদর উপজেলা শহরের গোয়ালচামট (হাজী শরিয়াতুল্লাহ বাজার) এলাকার সাত্তার মোল্লার ছেলে মো. সাইদ মোল্লা (২৫) ও একই উপজেলার পূর্ব খাবাসপুর এলাকার মো. হান্নান মোল্লার ছেলে মো. স্বাধীন মিয়া (২৩)।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এস.আই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৬টায় দৌলতদিয়া যৌনপল্লীর খিচুরি পট্টি এলাকা থেকে এস.আই ইকবাল হোসেন খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সাইদ মোল্লা ও স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।