আসাদুজ্জামান নুর, রাজবাড়ী প্রতিনিধি : সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া , ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (০৯ মার্চ) সকালে শহরের প্রধান সড়কে রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এ্যাডঃ খান মোহম্মদ জহুরুল হক, রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, একুশে টেলিভিশন ও কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দেশ টিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৈমিত্র শীল চন্দনসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান।