জহুরুল ইসলাম হালিম:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সোমবার
এ উপলক্ষে সকালে যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
মুক্তি মহিলা সমিতির কার্যলয় হতে শুরু করে র্যালীটি দৌলতদিয়া রেলস্টেশন প্রদক্ষিণ করে। এতে সংগঠনের কর্মকর্তা -কর্মীরা ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লীর যৌনজীবিরা অংশ নেন।
পরে মুক্তি মহিলা সমিতির সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে মুক্তি মহিলা সমিতির হলরুমে আলোচনা সভা করা হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার বাচ্চু মিয়া, নাইট কেয়ারের প্রজেক্ট ম্যানেজার শাহানাজ খানম, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আখি আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নুরুজ্জামান, উর্মি আক্তার, লাইট হাউস প্রকল্পের ম্যানেজার খালেদা আক্তার প্রমুখ।